প্রকাশিত: Thu, Jan 12, 2023 5:14 AM
আপডেট: Mon, Jan 26, 2026 1:09 AM

সমকাল একটি দায়িত্বশীল পত্রিকা, ফলে তার রিপোর্ট নিয়ে আলোচনা এবং সমালোচনা দুই-ই স্বাভাবিক

শওগাত আলী সাগর 

ওয়াসার তাকসিম খানের ১৪ বাড়ি নিয়ে সমকালের রিপোর্টটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এই প্রশ্নটা পাঠকদের মধ্য থেকেও উঠছে বলে মনে হচ্ছে। ইউটিউবে তথ্যপ্রমাণ ছাড়াই অনেকে অনেক কথা বলে দেন, কিন্তু প্রাতিষ্ঠানিক একটি মিডিয়ার দায়িত্ব অনেক বেশি। সমকাল একটি দায়িত্বশীল পত্রিকা। ফলে তার রিপোর্ট নিয়ে আলোচনা এবং সমালোচনা দুই- স্বাভাবিক।

সমকালের এই রিপোর্টটি নিয়ে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিকরা এনিয়ে খোঁজখবর করতে পারেন। তাকসিমের আসলেই ১৪টি বাড়ি আছে কিনা, কিংবা সমকালের রিপোর্টে উল্লেখিত বাড়িগুলোর মালিকানা তার কিংবা তার কোনো নিকটাত্মীয়র নামে কিনা, সেটি যুক্তরাষ্ট্রে বসবাসরত/কর্মরত সাংবাদিক বন্ধুরা সেটি নিশ্চিত করতে পারেন। তাকসিম খানকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কিংবা বাঁচিয়ে দেওয়ার জন্য নয়, প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার মর্যাদা রক্ষার জন্যই এই কাজটি দরকার বলে মনে হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, ক্ষমতাসীন দলের  এক এমপির  স্ত্রীর নামে কানাডার বাড়ি নিয়ে সমকাল/চ্যানেল ২৪ রিপোর্ট করেছিলো। সেটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিলো না।  লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক